আজ কখন কোন ওয়াক্তের নামাজ আদায় করবেন 

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই সকল মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দিষ্ট সময় রয়েছে।  সময়মতো নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। তাই খবর সংযোগের পাঠকদের জন্য বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

জোহর- ১২:০১ মিনিট

আসর- ৪:২৮ মিনিট

মাগরিব- ৬:১৫ মিনিট

এশা- ৭:৩২ মিনিট

ফজর (আগামীকাল শুক্রবার)- ৪:২৫ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম : ০৫ মিনিট

সিলেট : ০৬ মিনিট

যোগ করতে হবে-

খুলনা : ০৩ মিনিট

রাজশাহী : ০৭ মিনিট

রংপুর : ০৮ মিনিট

বরিশাল : ০১ মিনিট