চন্দ্রগ্রহণে নবীজির সুন্নাহ পালন করবেন যেভাবে

রোববার (৭ সেপ্টেম্বর) রাতের বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে প্রস্তুত সারা বিশ্বের কোটি কোটি মানুষ। গ্রহণ উপলক্ষে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ আমল চন্দ্রগ্রহণের নামাজ বা সালাতুল খুসুফ। বিভিন্ন দেশের ইসলামি কর্তৃপক্ষ ও আলেমরা এই নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও যাকাত কর্তৃপক্ষ জানায়, রাত ৮টা ২৭ মিনিটে গ্রহণ শুরু হবে, ১০টা ১২ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, এবং ১১টা ৫৭ মিনিটে গ্রহণ শেষ হবে।

ইসলামি শরিয়তে, চন্দ্রগ্রহণ দেখা গেলে মুসলমানদের সালাতুল খুসুফ নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে। এ নামাজকে সুন্নতে মুয়াক্কাদাহ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত বলা হয়।

ইউএই ফতোয়া কাউন্সিল জানিয়েছে, গ্রহণ আংশিক হোক বা পূর্ণ, এ সময় সালাতুল খুসুফ আদায় করা মুস্তাহাব। এ সময় দোয়া, ইস্তিগফার, জিকির এবং দান-সদকার ওপর জোর দেওয়া হয়েছে।

কিভাবে আদায় করবেন সালাতুল খুসুফ?

  • নামাজের রাকাত: ২ রাকাত, তবে এটি সাধারণ নামাজের মতো নয়
  • প্রতিটি রাকাতে: দুটি রুকু, দীর্ঘ কিয়াম ও কিরাত
  • আজান/ইকামত: নেই
  • জামাতে পড়া: উত্তম
  • খুতবা: নামাজ শেষে ইমাম ঈদের খুতবার মতো দুটি খুতবা দিতে পারেন
  • পুনরাবৃত্তি: যতক্ষণ গ্রহণ থাকবে, দুই রাকাত করে নামাজ পুনরায় আদায় করা মুস্তাহাব

রাসুল (সা.) কী বলেছেন?

নবী মুহাম্মদ (সা.) বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর দুটি নিদর্শন। এগুলো কারও মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না। যখন তোমরা গ্রহণ দেখবে, আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো ও দোয়া করো, যতক্ষণ না তা শেষ হয়।
(সহিহ বুখারি ও মুসলিম)

দোয়া ও আমলের পরামর্শ

এ নামাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে আলেমরা বেশি বেশি করে ইস্তিগফার, তাকবির, নেক আমল ও দান-সদকার পরামর্শ দিয়েছেন।

কখন নামাজ পড়া জরুরি নয়?

যদি গ্রহণ খালি চোখে দেখা না যায় (শুধু জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পান), তবে সালাতুল খুসুফ আদায় করা জরুরি নয়।