সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মসজিদে হারাম কর্তৃপক্ষ বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

গ্র্যান্ড মুফতি হওয়ার আগে শায়খ সালেহ বিন হুমাইদ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

শায়খ সালেহ সৌদি আরবের অন্যতম শীর্ষ আলেম হিসেবে পরিচিত। তিনি বিচারক, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। ১৯৯৩ সাল থেকে তিনি সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার মসজিদ আল-হারামের ইমাম।

এছাড়া তিনি মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য, জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি এবং ২০১৬ সালে কিং ফয়সল আন্তর্জাতিক পুরস্কারের ‘সার্ভিস টু ইসলাম’ শাখায় পুরস্কৃত হন।

বিশ্লেষকদের মতে, ড. শায়খ সালেহ বিন হুমাইদের নেতৃত্বে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান আরও প্রভাবশালী ভূমিকা রাখবে।