বিপদ-আপদ কখন আসবে, তা কেউ জানে না। তাই বিপদ, দুশ্চিন্তা বা যেকোনো প্রয়োজনেই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে প্রার্থনা করেন। মহান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন—তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কোনো বান্দা যখন আন্তরিকতার সঙ্গে তাঁর দিকে হাত বাড়িয়ে প্রার্থনা করে, তখন আল্লাহ তা’আলা তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন-
‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা: আয়াত ১৮৬)
খোদ রাসুলুল্লাহ (সা.)-ও বিপদের সময় আল্লাহর কাছে পানাহ চেয়ে দু’হাত তুলে দোয়া করতেন। উম্মতদের জন্য তিনি দোয়া করার আদব ও পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। বিভিন্ন সময়ে সাহাবায়ে কিরামের মাধ্যমে এসব দোয়ার বিবরণ হাদিসে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে—বিপদগ্রস্ত কাউকে দেখলে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা।