নফল রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয় 

ইসলামী শরীয়তের দৃষ্টিতে পিরিয়ড বা হায়েজ অবস্থায় কোনো নারী রোজা রাখতে পারেন না। রোজা শুরু করার পর যদি পিরিয়ড শুরু হয়, তবে সেই দিনের রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা আদায় করা ওয়াজিব হবে।

রমজান মাসজুড়ে রোজা রাখা ফরজ। এর বাইরে বিশেষ দিবসভিত্তিক, মাসিক, ও সাপ্তাহিক রোজা রয়েছে যা পালন করা নফল। এসব নফল রোজা ফজিলত অনেক বেশি। কিন্তু যদি এসব নফল রোজা রাখার পর কোনো নারীর পিরিয়ড শুরু হয় তবে করণীয় কী? ওই নারীকে কি এ রোজা পরবর্তীতে রাখতে হবে?

দিবসভিত্তিক রোজা- শাওয়ালের ৬ রোজা, জিলহজের ৯ রোজা, আরাফার দিনের রোজা, মহররমে আশুরার রোজা;

মাসিক রোজা- প্রতি আরবি মাসের তিনদিন আইয়ামে বিজের (১৩, ১৪ ও ১৫) রোজা; শাবান মাসের রোজা;

সপ্তাহিক রোজা- প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা।

এছাড়াও যারা রোজা রাখতে পছন্দ করেন। তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হতে পারে একদিন পর একদিন নফল রোজা রাখা।  এক দিন পর পর রোজা রাখাকে সওমে দাউদ বলে।  হজরত দাউদ (আ.) এভাবে রোজা রাখতেন।

এসব রোজার মধ্যে মহররমের আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়াল মাসের ৬ রোজা এবং আরাফার দিনসহ জিলহজ মাসের ৯ রোজার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। এসব রোজাই নফল রোজা।  

সুতরাং এসব রোজা রাখা অবস্থায় যদি কোন নারীর মাসিক বা ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয়; তখন ওই নারীর করণীয় কী? তার জন্য কি পরে পুনরায় এ রোজা পূর্ণ করতে হবে।

এ বিষয়ে ইসলামী চিন্তাবিদদের মতামত হলো— যেদিন হায়েজ/ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হবে ওইদিনের রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে। কারণ, এসব ক্ষেত্রে রোজার মূলনীতি হলো, নফল রোজা অবস্থায় পিরিয়ড এসে গেলে পরবর্তীতে তার কাজা আদায় করে নিতে হয়। কেননা নফল রোজা শুরু করার পর তা পূর্ণ করা আবশ্যক হয়ে যায়।