গুগলের নতুন চমক: নিজের সেলফি এখন হয়ে যাবে মজার ‘মি মিম’

২০২৬ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ‘মিম’ (Meme)। ব্যবহারকারীদের এই মিম তৈরির অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে গুগল নিয়ে এল তাদের নতুন জেনারেটিভ এআই ফিচার 'মি মিম' (Me Meme)। 

শনিবার (২৪ জানুয়ারি) গুগল ফটোজ অ্যাপের জন্য এই বিশেষ ফিচারটি উন্মোচন করা হয়। এখন থেকে কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা নিজের সেলফি ব্যবহার করে মুহূর্তেই তৈরি করতে পারবেন আকর্ষণীয় মিম।

যেভাবে কাজ করবে ‘মি মিম’

গুগল ফটোজের এই নতুন ফিচারটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর। এটি ব্যবহারের প্রক্রিয়া খুবই সহজ:

  • টেমপ্লেট নির্বাচন: অ্যাপের ভেতর আগে থেকেই অনেকগুলো মিম টেমপ্লেট দেওয়া থাকবে। ব্যবহারকারী চাইলে নিজস্ব ফরম্যাটও আপলোড করতে পারবেন।
  • ছবি যুক্ত করা: টেমপ্লেট বেছে নেওয়ার পর নিজের একটি স্পষ্ট সেলফি বা ছবি সিলেক্ট করতে হবে।
  • এআই ম্যাজিক: এআই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তি বিশ্লেষণ করে তাকে মিমের ভেতর নিখুঁতভাবে বসিয়ে দেবে। এরপর নিজের পছন্দমতো ক্যাপশন যুক্ত করে তা সরাসরি শেয়ার করা যাবে।

সৃজনশীলতার নতুন কেন্দ্র ‘গুগল ফটোজ’

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল ফটোজকে তারা কেবল একটি স্টোরেজ বা ছবি জমানোর জায়গা হিসেবে নয়, বরং একটি সৃজনশীল মাধ্যম (Creative Hub) হিসেবে গড়ে তুলতে চায়। ইতোমধ্যেই অ্যাপটিতে এআই স্টিকার এবং স্মার্ট এডিটিংয়ের মতো সুবিধা যুক্ত করা হয়েছে, যেখানে ‘মি মিম’ এক নতুন মাত্রা যোগ করল।

ব্যবহারকারীর জন্য সহজ ইন্টারফেস

প্রফেশনাল এডিটর নয়, বরং সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ফিচারটি ডিজাইন করা হয়েছে। এতে কোনো জটিল টুল নেই, বরং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি একটি সংক্ষিপ্ত টিউটোরিয়ালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীকে বুঝিয়ে দেবে।

গুগল বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (Experimental) পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করেছে। পর্যায়ক্রমে এটি বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এআই প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে মাঝেমধ্যে ছবি হুবহু নাও মিলতে পারে, তাই সেরা ফলাফলের জন্য উজ্জ্বল আলোতে তোলা সামনের দিকের (Front-facing) ছবি ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।