দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করার দাবি জানিয়েছেন দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

বক্তারা জানান, পেমেন্ট সেবাগুলো চালু না হওয়ায় আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে বিশেষ সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন তারা। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও আইটি খাতের অগ্রগতি লক্ষ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা সময়ের দাবি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারুণ ফ্রিল্যান্সাররা।

এ সময় এই দাবিকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর পেশকৃত স্মারকলিপি পাঠ করা হয়। 

বিশ্বের প্রায় ২০০টি দেশে অনলাইনে পারিশ্রমিক গ্রহণের জন্য সেরা মাধ্যম পেপ্যাল। অধিকাংশ দেশে পেপ্যাল চালু থাকায় বাংলাদেশ থেকে যখন আমরা বিদেশি কোনো গ্রাহক বা ক্লায়েন্টকে পেমেন্ট করতে বলি, তাঁদের প্রথম পছন্দ পেপ্যাল। পেপ্যাল ছাড়াও অন্যান্য মাধ্যম থাকলেও ক্লায়েন্টদের প্রথম পছন্দ পেপ্যাল হওয়ায় তাঁরা অন্য মাধ্যমে লেনদেন করতে অনেক ক্ষেত্রেই অস্বীকার করেন।