গুগলের সঙ্গে মেটার ১০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি

গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং খাতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি  ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এই চুক্তি আগামী ছয় বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

চুক্তি অনুযায়ী মেটা, গুগলের ডেটা সেন্টারের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ও অন্যান্য ক্লাউড পরিষেবা ব্যবহার করবে। তবে মেটা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে ব্যাপক বিনিয়োগের পথে আছেন। তিনি ওপেনএআই ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো থেকে শীর্ষস্থানীয় গবেষকদের নিয়োগ করছেন এবং একটি দল গঠন করছেন, যা ‘এআই সুপার ইনটেলিজেন্স’ অর্জনের জন্য কাজ করবে।

জাকারবার্গ বলেন, আমি বিশ্বের সবার জন্য ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স তৈরি করতে উদগ্রীব হয়ে আছি।

এআই খাতে মেটার বিশাল বিনিয়োগের কারণে তারা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে। সূত্র জানিয়েছে, গুগলের ক্লাউড ইউনিটের ১৭ বছরের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম চুক্তি। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট আশা করছে, চলতি বছর তাদের ক্লাউড কম্পিউটিং ব্যবসা থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় হবে।

মেটা দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এআই অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে তাদের মূলধন ব্যয় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালের জন্য মেটার পূর্বাভাস অনুযায়ী মোট মূলধন ব্যয় ৬৬-৭২ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, মেটার এআই কৌশল ও প্রতিযোগিতা চলাকালীন কোম্পানির ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখোমুখি হবে। জাকারবার্গ আরও বলেন, চলতি দশকের বাকি সময়টা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য যুগান্তকারী হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের কাছে এআই পৌঁছে দেওয়া।