শক্তিশালী র‍্যাম ও উন্নত ক্যামেরা নিয়ে আসছে আইফোন ১৭

ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, অ্যাপলের আসন্ন আইফোন ১৭ সিরিজ আগের আইফোন ১৬ সিরিজের চেয়ে ৩.৫% বেশি বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবারও বিক্রির মূল চালিকাশক্তি হবে প্রো মডেলগুলো।

তবে আইফোন ১৭ এয়ার নিয়ে প্রতিষ্ঠানটি খুব বেশি আশাবাদী নয়। তারা বলছে, এটি যে ডিভাইসটি (আইফোন ১৬ প্লাস) প্রতিস্থাপন করছে, তার মতোই পরিমাণে প্রাথমিকভাবে বাজারে আসবে।

iPhone 17 2

আইফোন ১৭ এয়ার, প্রো, ও প্রো ম্যাক্স-

  • থাকবে ১২ জিবি র‍্যাম
  • শুরু হবে ২৫৬ জিবি স্টোরেজ থেকে

আইফোন ১৭ (ভ্যানিলা ভার্সন)-

  • থাকবে ৮ জিবি র‍্যাম
  • শুরু হবে ১২৮ জিবি স্টোরেজ দিয়ে

পুরো আইফোন ১৭ সিরিজেই থাকবে-

  • ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

iPhone 17 .....

প্রো মডেলগুলোতে থাকবে-

  • নতুন বড় ক্যামেরা আইল্যান্ড
  • উন্নত সফটওয়্যার অ্যালগরিদম- যা অপটিক্যাল জুম ও ছবির রেজুলেশন উন্নত করবে

এই প্রতিবেদনটি বলছে, আইফোন ১৭ ব্যতীত সব মডেলের দাম ৫০ থেকে ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। যদিও কয়েক দিন আগের আরেকটি গুজব এ দাবিকে চ্যালেঞ্জ করেছে। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অ্যাপল আনুষ্ঠানিকভাবে আগামী চার দিনের মধ্যেই আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। তখনই জানা যাবে চূড়ান্ত ফিচার, ডিজাইন ও দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য।