স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যাওয়া এখনো একটি সাধারণ সমস্যা। বিশেষ করে গেম খেলা, দীর্ঘ সময় ভিডিও রেকর্ড করা কিংবা ভারী এডিটিং করার সময় ফোন দ্রুত গরম হয়ে ওঠে। এ সমস্যার সমাধান আনতেই আধুনিক স্মার্টফোন নির্মাতারা যুক্ত করছেন লিকুইড কুলিং বা তরল-শীতলীকরণ প্রযুক্তি, যা ডিভাইসকে নিজে থেকেই ঠান্ডা রাখতে সহায়তা করে।
প্রযুক্তিবিদদের ব্যাখ্যা অনুযায়ী, ফোনের ভেতরে বিশেষ পাইপ বা চেম্বার বসানো হয়, যার ভেতরে থাকে একটি তরল পদার্থ। ডিভাইস গরম হলে সেই তরল দ্রুত বাষ্পে রূপ নিয়ে ঠান্ডা জায়গায় চলে যায় এবং সেখানেই আবার তরলে পরিণত হয়। এরপর ফের গরম অংশে গিয়ে বাষ্পে রূপ নেয়। এই অব্যাহত চক্র ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে কাজ করে।
স্যামসাং ও ওয়ান প্লাস এ প্রযুক্তিকে বলছে ‘বাষ্প চেম্বার শীতলীকরণ’। অন্যদিকে শাওমি ও রিয়েলমি একে ‘তরল-শীতলীকরণ’ নামে বাজারজাত করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে দীর্ঘ সময় ব্যবহারেও স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি অনেকটা কমবে। ফলে গেমার থেকে শুরু করে ভারী ব্যবহারকারীরাও নির্ভার থাকতে পারবেন।