এই সপ্তাহে রাতের আকাশ ভরিয়ে তুলবে পূর্ণিমার হারভেস্ট মুন, উজ্জ্বল শরৎতারা ‘ফোমালহট’ এবং উত্তর মেরুর আলো বা নর্দান লাইটস।
৬ অক্টোবর সূর্যাস্তের পর আকাশে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠবে পূর্ণিমার হারভেস্ট মুন। এর কয়েক দিন আগেই ৩ অক্টোবর, দেখা মিলবে ফোমালহট তারার, যাকে শরৎতারা বলা হয়। এটি শরৎকালের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ দিকের আকাশে শনি গ্রহের কাছাকাছি এটি সহজে খুঁজে পাওয়া যাবে।
ফোমালহট ‘পিসিস অস্ট্রিনাস’ নক্ষত্রপুঞ্জের অংশ। শরৎকালে উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এটি স্পষ্ট দেখা যায়। রাত নামার পর দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকের আকাশের দিকে তাকালে দেখা যাবে এ তারাটি।
এছাড়া, নর্দান লাইটস দেখার সামান্য সম্ভাবনা রয়েছে। কানাডা, আলাস্কা, গ্রিনল্যান্ড বা উত্তর স্কটল্যান্ডের মতো উচ্চ অক্ষাংশের দেশগুলোতে এই দৃশ্য উপভোগ করা সম্ভব। বড় কোনো সৌরঝড় না থাকলেও শরৎকালে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সক্রিয় থাকায় হালকা অরোরা দেখা দিতে পারে।
যেভাবে দেখা যাবে
- ফোমালহট দেখতে দক্ষিণ আকাশে সন্ধ্যার পর নজর দিন। শহরের আলো থেকে দূরে থাকা ভালো।
- নর্দান লাইটস দেখতে উত্তর আকাশের দিকে খোলা জায়গায় দাঁড়ান। প্রথমে হালকা ধূসর আলো মনে হলেও চোখ মানিয়ে নিলে সবুজ বা বেগুনি আভা দেখা যেতে পারে।
- ক্যামেরায় ধরতে চাইলে দূরবীন বা টেলিস্কোপের দরকার নেই। মোবাইল ফোনের নাইট মোড ব্যবহার করলেই হবে। আর ভালো ছবি চাইলে ক্যামেরায় ট্রাইপড ব্যবহার করে লং এক্সপোজার (দীর্ঘ শাটার টাইম) সেট করতে হবে।
এ সপ্তাহের আকাশের সৌন্দর্য উপভোগ করতে স্বচ্ছ আকাশ, আলো দূষণমুক্ত পরিবেশ আর ধৈর্য এই তিনটিই দরকার হবে।