ইনস্টাগ্রাম স্টোরি শুধুমাত্র মুহূর্ত ভাগাভাগি নয়, এটি অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। প্রিয় ক্রিয়েটরদের ভ্রমণ বা জীবনের বিশেষ মুহূর্ত সংরক্ষণ কিংবা নতুন কনটেন্ট আইডিয়া, ফ্যাশন বা ডিজাইন অনুপ্রেরণা পাওয়া। এছাড়াও ব্র্যান্ড মনিটরিং বা প্রতিযোগী পর্যবেক্ষণ নানান কারণেই ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করতে হয়।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন সহজেই রিল ডাউনলোড করতে পারেন। তবে স্টোরি ডাউনলোড করার জন্য ইনস্টাগ্রামে এখনো কোনো সরাসরি সুবিধা নেই। ফলে প্রিয় ক্রিয়েটরদের স্টোরিগুলো ২৪ ঘণ্টা পরেই হারিয়ে যায়, যদি না তারা সেটি আর্কাইভ করে রাখেন।
এদিকে ইনস্টাগ্রামে সরাসরি স্টোরি ডাউনলোডের কোনো ফিচার নেই। তাই বিকল্প পদ্ধতিই এখন ভরসা। অনেক ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে, যেগুলো সহজেই ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোডের সুবিধা দেয়।
এসব টুলের সুবিধাগুলো হলো-
- স্ক্রিনশট ছাড়াই পুরো স্টোরি সংরক্ষণ করা যায়;
- উচ্চমানের ভিডিও ডাউনলোড সম্ভব;
- সব ডিভাইসে কাজ করে;
- ব্যবহার পদ্ধতি অত্যন্ত সহজ।
ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোডের পদ্ধতি-
- প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন;
- যেই স্টোরি ডাউনলোড করতে চান, সেটির লিংক কপি করুন;
- এজন্য স্টোরিতে থাকা শেয়ার আইকন এ ক্লিক করে কপি লিংক নির্বাচন করুন;
- ‘মাই স্টোরি সেভার’ওয়েবসাইটে গিয়ে সেই লিংকটি পেস্ট করুন;
- ডাউনলোড বাটনে ক্লিক করুন, ডাউনলোড স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে;
- এভাবেই কয়েক সেকেন্ডের মধ্যেই স্টোরি সংরক্ষণ করা সম্ভব।
নৈতিকতা ও নিরাপত্তা বিবেচনা-
- অন্যের অনুমতি ছাড়া ব্যক্তিগত কনটেন্ট ব্যবহার করবেন না;
- কেবল পাবলিক অ্যাকাউন্ট বা নিজের স্টোরি ডাউনলোড করুন;
- ডাউনলোডকৃত কনটেন্ট বাণিজ্যিক বা বিভ্রান্তিকর কাজে ব্যবহার করা অনৈতিক।
ইনস্টাগ্রাম স্টোরি হলো মানুষের জীবনের ক্ষণস্থায়ী ঝলক, যা অনেকে মনে রাখতে চান দীর্ঘদিন। যদিও ইনস্টাগ্রাম নিজে সেই সুযোগ দেয় না, তবুও নির্ভরযোগ্য টুল ব্যবহার করে নিরাপদভাবে স্টোরি সংরক্ষণ করা যায়।
সূত্র: টেকলয়