বর্তমানে হালকা ও পাতলা স্মার্টফোনের কদর বাড়ছে। হাতে ধরতে সুবিধা ও স্টাইলিশ লুকসের জন্য এমন ধরনের ফোন খোঁজ করছে নতুন প্রজন্ম। আর এ ফোনের খোঁজে সবার আগে মাথায় আসে আইফোনের নাম। তাতে দোষও দেওয়া যায় না। তার উপর এবার ‘আইফোন এয়ার’ বাজারে আসার পর থেকে অ্যাপলের ফোন নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। তবে অ্যানড্রয়েডের দুনিয়াতেও পাল্লা দেওয়ার মতো ফোন এসেছে! নতুন ‘মোটো এক্স৭০ এয়ার’ (Moto X70 Air) নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি মোটোরোলা তাদের এই সুপার-স্লিম স্মার্টফোনটি টিজ করেছে এবং এখন অফিসিয়াল তথ্যও সামনে এসেছে। নতুন এই ফোনে হালকা ও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে উন্নত ক্যামেরা মডিউল থাকছে। এতে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। পেছনে মোটোরোলার লোগোসহ তিনটি ক্যামেরা রয়েছে, যা পাতলা ফোনের মধ্যে অন্যতম সেরা বলে দাবি করা হচ্ছে।
লঞ্চ ও দাম: মোটো এক্স৭০ এয়ার এই সপ্তাহে চীনে বাজারে এসেছে। তবে দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কোম্পানি। জানা গেছে, আগামী নভেম্বরে এটি ইউরোপীয় বাজারে ‘মোটোরোলা এজ ৭০’ (Motorola Edge 70) নামে লঞ্চ হবে।
ফোনের বৈশিষ্ট্য: এই ফোনটি আইফোন এয়ার-এর সঙ্গে তুলনাযোগ্য, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪,৫০০ নিট। ফোনটির পুরুত্ব মাত্র ৫.৯ মিলিমিটার এবং ওজন ১৫৯ গ্রাম, ফলে এটি অ্যাপল ও স্যামসাংয়ের পাতলা মডেলগুলোর সঙ্গেও পাল্লা দিতে সক্ষম।
ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি স্টোরেজসহ স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটোরোলা তাদের এই ফোনের দাম এক লাখ টাকার বেশি রাখবে না।
ফোনটিতে একটি ৩ডি ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে, যা এর পাতলা গঠনের জন্য প্রশংসনীয়। পিছনে রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা— একটি মূল সেন্সর, একটি টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড লেন্স। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত পাতলা ফোনের মধ্যেও কোম্পানি ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দিয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
সব মিলিয়ে, নতুন ‘মোটো এক্স৭০ এয়ার’ শুধু ডিজাইন নয়, পারফরম্যান্স ও ক্যামেরার দিক থেকেও স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।