আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে নতুন চমক

অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে আরও কিছু নতুন চমক। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইওএস ২৬.২ বেটা ১ সংস্করণ উন্মুক্ত করেছে। যেখানে যুক্ত হয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। 

এর মধ্যে রয়েছে ‘তরল কাচ’ (লিকুইড গ্লাস) ডিজাইনের কাস্টমাইজেশন, রিমাইন্ডার অ্যাপে অ্যালার্ম সেট করার সুবিধা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য লাইভ অনুবাদ ফিচার। ধারণা করা হচ্ছে, এই সংস্করণের পূর্ণাঙ্গ রিলিজ আসবে আগামী ডিসেম্বরে।

নতুন তরল কাচ ইন্টারফেসটি আসলে আইফোনের লক স্ক্রিনের ঘড়ির চেহারা পরিবর্তনের অপশন। ব্যবহারকারীরা এখন চাইলে ঘড়ির স্বচ্ছতা বা ‘অপাসিটি’ নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবেন। কেউ চাইলে ঘড়িটি একদম স্বচ্ছ রাখতে পারবেন। আবার কেউ হালকা কুয়াশাচ্ছন্ন বা ‘ফ্রস্টেড’ ইফেক্টও দিতে পারবেন। এমনকি পুরোপুরি তরল কাচ ফিচারটি বন্ধ করার অপশনও রাখা হয়েছে।

রিমাইন্ডার অ্যাপে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন— অ্যালার্ম সেট করার সুযোগ। এখন থেকে নির্দিষ্ট সময় বেছে নিয়ে ‘জরুরি’ অপশন অন করলে সেই সময় অ্যালার্ম বাজবে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন একটি ফিচারের দাবি জানিয়ে আসছিলেন। যা এবার তাদের সময় ব্যবস্থাপনায় আরও সহায়ক হবে।

এছাড়া, এয়ারপডস ব্যবহারকারীদের জন্য লাইভ অনুবাদ ফিচারটি এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও চালু হচ্ছে। কেউ অন্য ভাষায় কথা বললে, সিরি তা সরাসরি অনুবাদ করে শোনাবে। এর আগে যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে এই ফিচার চালু থাকলেও, ইইউ–এর ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নিয়ম মেনে এটি চালু করতে সময় লেগেছে।

নতুন আপডেটে আরও কিছু পরিবর্তন এসেছে অ্যাপল নিউজ ও অ্যাপল পডকাস্টস অ্যাপে। নিউজ অ্যাপে যুক্ত হচ্ছে ‘ফলোয়িং’ ট্যাব, যেখানে প্রিয় বিষয়, সংরক্ষিত গল্প ও পাঠ ইতিহাস এক জায়গায় পাওয়া যাবে। অন্যদিকে পডকাস্টে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর অধ্যায় বিভাজন এবং পডকাস্ট মেনশনস ফিচার। যা অন্য কোনো অনুষ্ঠানের উল্লেখ থাকলে স্বয়ংক্রিয়ভাবে লিংক যোগ করবে।

তাছাড়া অ্যাপল মিউজিক এখন অফলাইনে থেকেও গানগুলোর গানের কথা দেখার সুযোগ দেবে। এমনকি আইফোনে নোটিফিকেশন এলে স্ক্রিন ফ্ল্যাশ দেওয়ার নতুন অপশনও যুক্ত হয়েছে।

সব মিলিয়ে বলা যায়, আইওএস ২৬.২ সংস্করণটি শুধু নতুন ডিজাইন নয়, বরং ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।