যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, বিশ্ব মোড়লদের মতবিরোধ, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ঘটনাবহুল ২০২৩ সাল এখন অতীত। নতুন বছর ২০২৪ এ পা রেখেছে বিশ্ববাসী। কিন্তু অতীত যে ভবিষ্যতের কথা বলে তা ভুলে গেলে চলবে না । গত বছরের বেশ কিছু অমিমাংসিত ঘটনা যা এখনও চলছে, হয়তো তারই কিছু ফলপ্রসূ সমাধান নিয়ে আসছে নতুন বছর। বিশ্ব রাজনীতিতে ঘটতে পারে চমকপ্রদ কিছু ঘটনা। সাথে কিছু প্রযুক্তিগত পরিবর্তন তো থাকছেই।
গাজা-ইসরায়েল প্রসঙ্গ : ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। জাতিসংঘসহ গোটা বিশ্ব সেখানে যুদ্ধ বিরতির আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। হামাসকে নির্মূলের পথে হাঁটছে তারা। এতে মারা পড়ছে নিরপরাধ ফিলিস্তিনিরা।
মূল লক্ষ্য পূরণ না হওয়া সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে কি না, সেই প্রশ্ন এখন সামনে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে অনির্দিষ্ট সময় পর্যন্ত গাজার সার্বিক নিরাপত্তায় তাঁর দেশের বাহিনী নিয়োজিত থাকবে। কিন্তু আরব বা আন্তর্জাতিক বাহিনী, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি : ইউক্রেন যুদ্ধ তিন বছরে গড়াতে যাচ্ছে। কিন্তু এখনও কোনো সমাধানের ইঙ্গিত নেই। বিশ্লেষকদের ধারণা, শিগগিরই এ যুদ্ধ বন্ধের ইচ্ছা নেই ক্রেমলিনের। গত নভেম্বরে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি স্বীকার করে নিয়েছিলেন, যুদ্ধে ইউক্রেনের অগ্রগতি এই মুহূর্তে থমকে আছে। আর আসন্ন দিনগুলোতে ইউক্রেনের পক্ষ থেকে বড় কোনো চমক না আসার সম্ভাবনাই বেশি।
বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন সহায়তায় বাধা আসছে। আর এ বছরে নির্বাচনে জয় পেলে দেশটিতে হামলা আরও বাড়াতে পারেন পুতিন। চলতি বছরে ইউক্রেনেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সব মিলিয়ে ক্রেমলিনের সঙ্গে যুদ্ধ নিয়ে একটি চুক্তিতে যেতে কিয়েভের ওপর চাপ বাড়ছে।
৭০ দেশে নির্বাচন : ২০২৪ সালকে বলা হচ্ছে, মেগা নির্বাচনের বছর। এই বছরে ৭০টির বেশি দেশে নির্বাচন হবে। প্রায় ৪২০ কোটি মানুষ—বিশ্ব জনসংখ্যার অর্ধেকের বেশি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে। এই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনগণ নির্বাচন করবে কি না, সেই প্রশ্ন আবার সামনে আসছে। দ্য ইকোনমিস্টের খবর অনুযায়ী, তিনজনের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিতেন পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া রাশিয়ায় আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচন। তাতে বড় ধরনের বিপত্তি না ঘটলে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ভ্লাদিমির পুতিন। এছাড়া আগামী এপ্রিল-মে মাসে ভারতে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে মোদি সরকারের আবারও ক্ষমতা আসার জোর সম্ভাবনা রয়েছে। সাধারণ নির্বাচন হতে পারে যুক্তরাজ্যেও।
বাজারে আসছে উড়ন্ত গাড়ি : ২০২৪ সালেই আকাশে উড়তে পারে বহুল প্রতিক্ষীত উড়ন্ত গাড়ি। কয়েক ডজন কোম্পানি শব্দহীন, সস্তা ও নির্গমনমুক্ত উড়ন্ত গাড়ি নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। এসব গাড়ি শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব উড়ন্ত গাড়ি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাণিজ্যিকভাবে পাওয়া যেতে পারে।
চাঁদে মানব মিশন : অর্ধশতাব্দীর বেশি সময় পর এ বছর আবারও চাঁদে মানব মিশন দেখা যেতে পারে। নাসার আর্টেমিস-২ নভেম্বরে উৎক্ষেপণের কথা রয়েছে। চাঁদকে প্রদক্ষিণ করে এটি পৃথিবীতে ফিরে আসবে, তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে না। ১০ দিনের যাত্রাটি ভবিষ্যতের মিশনের জন্য স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযান পরীক্ষা করার জন্য নকশা করা হয়েছে।