ভোট শেষে কোথায় যায় ব্যালট পেপার?

অনুষ্ঠিত হয়ে গেলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সবকটি আসনে ব্যালট পেপারে ভোট হয়েছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন, ভোটের পর এসব ব্যালট পেপার কোথায় যায়? কী করা হয় এসব ব্যালট পেপার দিয়ে?  

নির্ধারিত সময় শেষে ব্যালটগুলো নষ্ট করে ফেলার কথা। তবে তা করা হয় না। এগুলো পেপারমিলে দিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক দেবনাথ সংবাদমাধ্যমকে জানান, মামলা না থাকলে সাধারণত ছয় মাস পর ব্যালটগুলো মণ্ড করে পেপার মিলগুলোর কাছে দেওয়া হয়। কর্ণফুলী পেপার মিল এগুলো নিয়ে যায়। সরকারের নির্ধারিত দাম অনুযায়ী পেপার মিলগুলো ব্যালটের এসব মণ্ড ক্রয় করে নিয়ে যায়।

উল্লেখ্য, ভোট শেষ হওয়ার পর যে ব্যালটগুলো আছে, সেগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের নির্ধারিত রুমে গননার জন্য পাঠানো হয়। অব্যবহৃত ব্যালট মুড়ি চটের বস্তার মধ্যে ঢুকিয়ে সিলগালা করে প্রিজাইডিং কর্মকর্তাকে দেওয়া হয়। পাশাপাশি বাতিল ভোটের ব্যালটগুলো সব একসঙ্গে খামে ভরে সিলগালা করে চটের বস্তায় ঢুকিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। এরপর ব্যালটগুলো ট্রেজারিতে পাঠিয়ে দেওয়া হয় সংরক্ষণের জন্য। এক বছরের জন্য সংরক্ষণ করা হয়। যদি মামলা হয় তাহলে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেখানে রাখা হয়।