একুশে পদক নিয়ে শুভ্র দেব ও প্রিন্স মাহমুদের বাহাস 

সঙ্গীত অঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে যৌথভাবে একুশে পদক পেয়েছেন আরেক সঙ্গীত শিল্পী শুভ্র দেব। তাকে একুশে পদক দেওয়ার বিষয়টি যুতসই মনে করছেন না অনেকে। বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন কেউ কেউ। এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। তার সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন শুভ্র দেবও। দু’জনের বাহাস এখন তুঙ্গে।

এবারের একুশে পদকের তালিকায় শুভ্র দেবের নাম থাকা প্রসঙ্গে প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, দেশের সঙ্গীতে শুভ্র দেবের অবদান আছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখান্দ, আইয়ুব বাচ্চু, ফোয়াদ নাসের বাবু, নকীব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদুল হক, মাহফুজ আনাম জেমস, গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গীর। প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক।

প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস প্রসঙ্গে শুভ্র দেব বলেছেন, তিনি এই পুরস্কারের যোগ্য। এই পদক তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। শুভ্র দেবের দাবি, তিনি ইন্ডাস্ট্রিকে যা দিয়েছেন, এমনটা খুব কম শিল্পীর কন্ট্রিবিউশন আছে। 

শুভ্র দেব আরও বলেন, বাংলা গানের শিল্পী হিসেবে আমি প্রথম আন্তর্জাতিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছি। বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, তখন বাংলাদেশের শিল্পী হিসেবে প্রথম থিম সং করেছি। শুধু তা-ই নয়, দেশের প্রথম পুরুষ শিল্পী হিসেবে বলিউডের মিউজিক অ্যাওয়ার্ডে আমন্ত্রণ পেয়েছি। এ ছাড়া মাত্র ১২ বছর বয়সে জাতীয় পুরস্কার পেয়েছি। মাদার তেরেসাসহ আরও অনেক পুরস্কার পেয়েছি। বাংলা গানকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলতে আমি নিরলস কাজ করেছি।

একটি সংবাদমাধ্যমে শুভ্র দেব বলেছেন, যারা সমালোচনা করছেন, তারা তো আমার লেভেলের না। প্রিন্স মাহমুদকে ইঙ্গিত করে বলেন- তিনি তো আমার গানের জন্য বাসায় এসে বসে থাকতেন। কদিন আগেও তিনি আমাকে গানের জন্য ফোন করেছেন। আজকে যদি সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লার মতো শিল্পীরা কিছু বলতেন, তাহলে হয়তো আমি ভাবতাম। জুনিয়ররা অনেকে অনেক কিছু বলে ফেলে, আমি এগুলো ক্ষমাসুন্দর চোখে দেখি। আমার মনে হয়, তিনি কারও ইন্ধনে এমন কথা বলেছেন।

শুভ্র দেবের এসব বক্তব্যের জবাবে প্রিন্স মাহমুদ, তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে লিখেছেন, শুভ্র দা, আমার কাছের মানুষ, আমার ওপর রাগ করবেন। কিন্তু সত্য বলছি এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক উপরে থাকবে।