বারবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সমর্থন পায়নি আওয়ামী লীগ। দলটি তার ভেরিফায়েড ফেসবুকে গত কয়েকদিনে বিক্ষোভের ডাক দিয়ে অসংখ্য স্ট্যাটাস দিয়েছে। এমনকি দলটি নেতাকর্মীদের মাঠে নেমে আসারও আহ্বান জানিয়েছে।
রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগ ভেরিফায়েড ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে জানিয়েছে, ঠিক ৩ টায় আমাদের কর্মসূচি। সবাই ৩ টায় একই সাথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলবেন জিরো পয়েন্ট, নূর হোসেন চত্বর। এছাড়াও দলটি তার কর্মীদের কিছু সতর্ক বার্তাও দিয়েছে। কিন্তু বেলা ৩টা পার হয়ে বিকেল ৪টা গড়ালেও জিরো পয়েন্টে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী চোখে পড়েনি।
দলটি সকাল থেকে ফেসবুকের ভেরিফায়েড পেইজে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছে। দুপুর একটার পরে এক স্ট্যাটাসে বলা হয়েছে,
এ তুফান ভারী,
দিতে হবে পাড়ি,
নিতে হবে তরী পার!
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মৌলবাদ দমনে, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আপনিও অংশগ্রহণ করুন এই অবৈধ সরকারের স্বৈরাচারীতার বিরুদ্ধে আজকের বিক্ষোভ মিছিলে!
এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে রাজপথে অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন।
এমন পরিস্থিতিতে এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের উদ্দেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?’।