ক্লাব কিনে ফুটবলে ফিরছেন দানি আলভেস

একটা সময় বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জয়ীর খেতাব ছিল দানি আলভেসের। ৪৩টি ট্রফি জেতা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ক্যারিয়ার তছনছ হয়ে গেছে ২০২৩ সালে। এক নারীকে যৌন হেনস্থার ঘটনায় এক মুহূর্তে অন্যতম সেরা ফুটবলার থেকে তিনি জেল খাটা আসামি হয়ে যান। এক বছরেরও বেশি সময় পর জেল থেকে জামিনে মুক্ত হয়ে সম্প্রতি সেই মামলায় খালাস পান আলভেস। ফুটবলের প্রতি তার ভালোবাসা আছে আগের মতোই। তাই তো খেলায় ফিরতে চান, এজন্য পর্তুগালের একটি ফুটবল ক্লাব কিনছেন।

২০২২ সালের ডিসেম্বর মাসে একটি পার্টিতে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন আলভেস। জামিনে মু্ক্তি পাওয়ার পর তিনি ফের ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিলেও কোনো দলই তাকে নিতে রাজি হয়নি। তাই নিজেই ক্লাব কিনে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন ৪২ বছর বয়সী তারকা।

পর্তুগালের সংবাদমাধ্যম বলছে, আলভেস পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব সাও হোয়াও দে ভের মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছেন। আপাতত ক্লাবেন ৫০ শতাংশ মালিকানা নিচ্ছেন। এই ক্লাব কেনার পাশাপাশি তিনি সেখানে খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হবেন ছয় মাসের জন্য। তারপর অবসর নিয়ে ক্লাবের বাকি ৫০ শতাংশ কিনে ফেলবেন। এই দলে বর্তমানে তিনজন ব্রাজিলিয়ান আছেন, তাদের একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।

আলভেস শেষবার খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে। লিগা এমএক্সে পুমাসের হয়ে খেলেন তিনি। গ্রেপ্তারের পর তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব।