সিলেট স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খালেদা জিয়ার জানাজায় বিসিবির শ্রদ্ধা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যখন লাখো মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা চলছিল, তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নেমে এসেছিল শোকের ছায়া।

বিপিএল চলার কারণে সরাসরি ঢাকায় জানাজায় অংশ নিতে না পারলেও জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেখানে যুক্ত হয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয়, যা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সিলেটে অবস্থানরত বিসিবি কর্মকর্তা, দেশি-বিদেশি খেলোয়াড়, স্টেডিয়াম স্টাফ এবং গণমাধ্যমকর্মীরা মাঠের জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই জানাজায় শরিক হন।

বিপিএলের খেলা চললেও দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর চিরবিদায়ের ক্ষণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় স্টেডিয়াম প্রাঙ্গণে। উপস্থিত সকলে দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং জানাজায় শরিক হয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ৮০ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। আজ বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।