খেলার মাঠে আজ এক ব্যস্ততম দিন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম মিশন শুরু করছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে শনিবার (১৭ জানুয়ারি) শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। একই দিনে দেশের ক্রিকেটে বিপিএলের দুটি বড় ম্যাচ এবং ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার ডার্বিসহ রয়েছে একাধিক হাই-ভোল্টেজ লড়াই।
জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ সব খেলার সময় ও টিভি সূচি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ক্রিকেট)
বাংলাদেশ বনাম ভারত: দুপুর ১টা ৩০ মিনিট (সরাসরি, র্যাবিটহোলবিডি)
শ্রীলঙ্কা বনাম জাপান: দুপুর ১টা ৩০ মিনিট (স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২)
বিপিএল ২০২৬
ঢাকা বনাম রংপুর: সরাসরি, দুপুর ১টা, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
চট্টগ্রাম বনাম রাজশাহী: সরাসরি, সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
ফুটবল: ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সিটি: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (স্টার স্পোর্টস সিলেক্ট ১)
লিভারপুল বনাম বার্নলি: রাত ৯টা (স্টার স্পোর্টস সিলেক্ট ২)
আর্সেনাল বনাম নটিংহাম: রাত ১১টা ৩০ মিনিট (স্টার স্পোর্টস সিলেক্ট ১)
অন্যান্য খেলা
বিগ ব্যাশ লিগে দুপুর ১২টায় মুখোমুখি হবে সিক্সার্স ও রেনেগেডস। লা লিগায় সন্ধ্যা ৭টায় রিয়াল মাদ্রিদ লড়বে লেভান্তের বিপক্ষে। এছাড়া বুন্দেসলিগায় রাত ১১টা ৩০ মিনিটে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লাইপজিগ।