অঘটনের বিশ্বকাপে ডাচদের কাছে হেরে বিদায় দ.আফ্রিকার

খবরসংযোগ ডেস্ক: অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ১৫৮ রান করেছে স্কট এডওয়ার্ডসের দল।যা তাড়া করতে নেমে শেষ পর্যন্ত প্রোটিয়াদের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৪৫ রানে। ১৩ রানের ঐতিহাসিক জয় পায় ডাচরা। আর টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে  দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনাল নিশ্চিত করতে নেদারল্যান্ডসকে যেকোনও ব্যবধানে হারালেই চলতো টেম্বা বাভুমাদের। তবে দক্ষিণ আফ্রিকা পারলো না, উলটো বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে এসে অঘটন ঘটিয়ে দিলো ডাচরা। এর ফলে পরিসংখ্যান বদলে  যায় গ্রুপ ২ এর।

সুপার টুয়েলভ পর্বে প্রথম ৩ ম্যাচ থেকে ২ জয় ও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ১ ম্যাচ থেকে মোট ৫ পয়েন্ট অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দুই ম্যাচে টানা হারে বিশ্বকাপ থেকেই বাদ পড়লো তারা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই এখন খেলবে সেমিফাইনাল।

এদিকে দক্ষিণ আফ্রিকার হারে গ্রুপ ২ এর প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।