বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে বাংলাদেশ আনসার এবং জুনিয়র বিভাগে বিকেএসপি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
সিনিয়র (পুরুষ ও মহিলা) বিভাগে আধিপত্য বিস্তার করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তারা মোট ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ৩৫টি পদক জয় করেছে। ৫টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ১২টি পদক নিয়ে প্রথম রানার্সআপ হয়েছে বিজিবি। এছাড়া ৩টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ ১২টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিকেএসপি।
জুনিয়র (পুরুষ ও মহিলা) বিভাগে ১৬টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ১৭টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। এই বিভাগে ৭টি স্বর্ণ ও ৬টি রৌপ্য নিয়ে প্রথম রানার্সআপ হয়েছে কক্সবাজার জেলা। এছাড়া ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ১২টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহাবুব-উল-আলম। বিজয়ীদের হাতে পদক তুলে দিয়ে তিনি বলেন, ‘তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গঠনে ভূমিকা রাখে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের খেলোয়াড়রা আরও সাফল্য আনবে বলে আমি আশাবাদী।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো: সোহরাব হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ আনসারের পরিচালক মির্জা সিফাত-ই-খোদা।
দেশের ৩০টি জেলার ক্লাব ও সংস্থা থেকে প্রায় ৫৫০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজক ফেডারেশন জানায়, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে, যাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হবে।