খবরসংযোগ ডেস্ক: ডানিলো পেরেইরার শেষভাগের গোলে লোরিয়েন্তকে ২-১ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো শক্তিশালী করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লেন্সকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে জয়ের ম্যাচ থেকে চারটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন পিএসজি ম্যানেজার ক্রিস্টোফে গলতেয়ার। তবে দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে ছিলেন মূল দলে। ম্যাচ শেষে পাঁচ মিনিট আগে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়।
লোরিয়েন্তের মাঠে শুরু থেকেই আগ্রাসী ছিল পিএসজি। তারই ধারাবহিকতায় ৯ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। পোস্টের খুব কাছে থেকে তিনি গোলরক্ষক ইউভোন এমভোগোকে পরাস্ত করেন। এই গোলের পিছনে লিওনেল মেসির স্থানে খেলতে নামা হুগো এটিটিকের সহযোগিতা ছিল। এনিয়ে এবারের লিগে ১১তম গোল করলেন নেইমার। একইসাথে এমবাপ্পেকে সাথে নিয়ে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এখন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
৫৩ মিনিটে টেরেম মোফির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। চার মিনিট পর নাইজেরিয়ান এই স্ট্রাইকার লোরিয়েন্তকে প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্তু তার শট ক্রসবারে লেগে ফেরত আসে। এরপরপরই পিএসজির তাদের রক্ষণভাগকে আরো শক্তিশালী করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় এগিয়ে যেতে পারছিল না। মূলত সেট-পিসের উপর তারা নির্ভর করতে বাধ্য হয়। ৮১ মিনিটে নেইমারের পেনাল্টি থেকে পেরেইরা পিএসজিকে এগিয়ে দেন।
এই পরাজয়ে লোরিয়েন্ত টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। এদিকে লিঁওকে ১-০ গোলে হারিয়ে লোরিয়েন্তকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চার ম্যাচে জয়বিহীন থাকা মার্শেই।