কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বাফুফে

জামাল ভুঁইয়াদের দায়িত্বে আরো এক বছর থাকছেন হাভিয়ের কাবরেরা। এই স্প্যানিয়ার্ড কোচের সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগের চুক্তি অনুসারে এ বছরের ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কাবরেরার।

গত কিছু দিন ধরেই চুক্তি বৃদ্ধি নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছিল আলোচনা। বেতন বাড়ানো নিয়েও হয়েছে কথা-বার্তা।সেটাই দেখেছে আলোর মুখ। হাভিয়ের কাবরেরার অধীনে এখন বদলে যাওয়া বাংলাদেশ দলকে দেখা গেছে।

বাংলাদেশ এখন খেলেছে ইতিবাচক ফুটবল। এবছরই ১৪ বছর পর তাঁর অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়েও হয়েছে উন্নতি। কাবরেরা যখন দায়িত্ব নেয় তখন র‌্যাংকিং ছিল ১৯৩। সেখান থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৩ তে।

২০২২ সালের জানুয়ারিতে জামালদের দায়িত্ব নেন কাবরেরা। প্রথম বছর তাঁর অধীনে ৮ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেও তার সঙ্গে চুক্তি বাড়ায় বাফুফে। তবে দ্বিতীয় মেয়াদেই দলের চেহারা বদলে ফেলেন কাবরেরা। সাফে সেমিফাইনালে খেলার পর বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে। সেখানে শক্তিশালী লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই মেয়াদে কাবরেরার অধীনে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৬টি, হার ৯ এবং ড্র করেছে ৯ টিতে।