ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হলো না আল ইত্তিহাদের। শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে করিম বেনজেমার দল মিশরের আল আহলি ক্লাবের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নিয়েছে। আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি এখন কোপা লিবারতাদোরেস কাপের চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লুমিনিজের বিপক্ষে খেলবে। ফাইনালে ওঠার এ লড়াই আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
শুরুতে সমানতালে এগিয়ে চলেছিল ম্যাচ। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল আহলি এগিয়ে যায়। গোলটি করেন আলি মালুল। আল ইত্তিহাদের ডিফেন্ডার হাসান কাদেসের হাতে বল লাগার অপরাধে আল আহলি এ পেনাল্টি পেয়েছিল।
মার্সেলো গালার্দোর প্রশিক্ষণাধীন দল আল ইত্তিহাদ খেলায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সুযোগও পেয়ে যায় তারা, পেনাল্টি পায়। আল আহলি ক্লাবের ডিফেন্ডার মোহামেদ আব্দেল মোনেমের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল ইত্তিহাদ। কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। তার শট দারুণ দক্ষতায় রুখে দেন আহলি ক্লাবের গোলরক্ষক মোহাম্মেদ এল শেনাওয়াই।
করিম বেনজেমার এ ব্যর্থতার মাশুল সুদে আসলে দিতে হয়েছে ইত্তিহাদকে। কেননা বিরতির পর মাত্র তিন মিনিটের ব্যবধানে আহলি জোড়া গোল করে জয় নিশ্চিত করে। ২০০৫ সালে সেমিফাইনালে খেলার পর এই প্রথম ইত্তিহাদ ক্লাব বিশ্বকাপে খেলছে। শেষ পর্যন্ত ইনজুরির সময়ের দ্বিতীয় মিনিটে করিম বেনজামার গোলে তারা ব্যবধান ৩-১ করে বিদায় নেয়।
আগামী মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি এশিয়ান চ্যাম্পিয়ন উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে খেলবে। শুক্রবার তারা কনকাকাফ চ্যাম্পিয়ন লিওনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।