বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টে ৬৬ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। মারনাস লাবুশানে ৪৪ এবং ট্রাভিস হেড অপরাজিত আছেন ৯ রানে। ১২০ বল খেলে ৩টি চারে নিজের ইনিংসটা খেলেছেন লাবুশানে। ৪২ রানে আউট হয়েছেন উসমান খাজা। ডেভিড ওয়ার্নার ৩৮ এবং স্টিভেন স্মিথ ফেরেন ২৬ রান করে। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আমের জামাল, আগা সালমান ও হাসান আলী।
পার্থে প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজ বাঁচিয়ে রাখতে বক্সিং ডে টেস্টে জিততেই হবে পাকিস্তানকে। ওই সমীকরণ মেলানোর অঙ্কে মেলবোর্নে টস জেতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান শান মাসুদ।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পেসাররা আগুন ঝরাবেন―এই প্রত্যাশায় হয়তো শাহীন শাহ আফ্রিদিদের হাতে বল তুলে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। অনেক মুভমেন্টও পেয়েছেন আফ্রিদিরা। কিন্তু শুরুর সুযোগগুলো কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
২ রানের সময় জীবন পেয়েছেন মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ছাড়েন আব্দুল্লাহ শফিক। ১৭ রানের সময় আরও একবার ভাগ্যের সহায়তায় বেঁচে যান ওয়ার্নার। কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়ে এবার আর বড় স্কোর গড়তে পারেননি তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে আগা সালমানের বলে স্লিপে বাবর আজমের তালবন্দী হন ওয়ার্নার। তার আউটে ভাঙে অস্ট্রেলিয়ার ৯০ রানের উদ্বোধনী জুটি। অস্ট্রেলিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষায় নিয়েছেন পাকিস্তান বোলাররা।
রানের চাকাও তাই ঘুরেছে ধীরলয়ে। বিরতির পর খেলা শুরু হলে হাসান আলীর বলে স্লিপে আগা সালমানকে ক্যাচ দেন আরেক ওপেনার উসমান খাজাও। অস্ট্রেলিয়া ২ উইকেটে ৪২.৪ ওভারে ১১৪ রান করার পর বৃষ্টির থাবায় বন্ধ হয়ে যায় খেলা। চা-পানের বিরতিও তাই দেয়া হয় একটু্ আগে।
বৃষ্টি থামলে খেলা শুরু হলে অস্ট্রেলিয়া ইনিংস টেনে নিচ্ছিলেন মারনাস লাবুশানে ও স্টিভেন স্মিথ। কিন্তু এই জুটিও খুব বড় হয়নি। স্মিথকে (২৬ রান) মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন আমের জামাল। ট্রাভিস হেডকে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন লাবুশান।