জাতীয় দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা তাসকিনের

কোনো একদিন জাতীয় দলেও অধিনাকত্ব করার স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ। বিপিএল শুরুর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে নিজের এই ইচ্ছা এবং স্বপ্নের কথা জানান তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন বাংলাদেশ দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। দলটিকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার সহকারী হিসেবে নির্বাচন করা হয়েছে সিনিয়র ক্রিকেটার, পেসার তাসকিন আহমেদকে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মোসাদ্দেক-তাসকিনদের দল দুর্দান্ত ঢাকা। ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মিরপুর স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে ঢাকার ফ্রাঞ্চাইজিটি। অনুশীলন শেষে সহকারী অধিনায়ক তাসকিনকে সঙ্গে নিয়েই মিডিয়ার মুখোমুখি হন মোসাদ্দেক হোসেন।

সেখানে প্রথমে মোসাদ্দেককে প্রশ্ন করা হয়, সহকারী হিসেবে দলকে লিড দেয়ার প্রশ্নে তাসকিনের কাছ থেকে কী প্রত্যাশা করেন তিনি। মোসাদ্দেক বলেন, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছেন তিনি। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি। ‘

মাশরাফির প্রসঙ্গ টেনে মোসাদ্দেক বলেন, ‘মাশরাফি ভাই এ ক্ষেত্রে আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ। তিনিও একজন পেসার। দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং তার আমলেই বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে সফল হয়েছিলো। তাসকিনও পারবে মাশরাফি ভাইয়ের দেখানো পথে চলতে।’

তাসকিনকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কিভাবে সহ অধিনায়ক হিসেবে অধিনায়ক মোসাদ্দেককে সহযোগিতা করবেন? তাসকিন বলেন, ‘আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার। দলকে জেতানোর। আমারও লক্ষ্য থাকবে সেটাই।’

এরপরই প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হওযার ইচ্ছা আছে কি না। জবাবে তাসকিন বলেন, ‘অবশ্যই ইচ্ছা এবং স্বপ্ন আছে। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার। আমারও সেই স্বপ্ন আছে। স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আমিও সেই অবস্থায় আছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়!’