ভারতের বিপক্ষে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যুব টাইগারদের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকার এই লড়াইয়ে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন মোহাম্মদ শিহাব জেমস ও আতিকুর রহমান শিবলি। ৫৪ বলে ৫৫ রানের ঝড়ো ইংনিস খেলেছেন শিহাব। এছাড়াও আতিকের ব্যাট থেকে আসে ৬০ বলে ৪৪ রান।
দুই ওপেনার শিবলি ও আদিল ১১৬ বলে ৯০ রানের জুটিতে সহজ জয়ে হাটছিল তারা। কিন্তু ৩৬ রান করার পর সিদ্দিকের বিদায়ের প্রথম উইকেট ভাঙে বাংলাদেশের। এরপর শিবলিও বেশিক্ষণ টিকতে পারেননি। রিজওয়ানের সাথে তার জুটি ভাঙ্গার আগে করেন ৪৪ রান। অধিনায়ক আরিফুল ১৩ রানে স্টাম্পিং ও রিজওয়ান ম্যাকবেতের ক্যাচে আউট হয়ে বিদায় নিলে পরাজয়ের শঙ্কা জাগে। কিন্তু শিহাব জেমস ও আরহার আমিনের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা। দু’জনের ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে শিহাব ৫৫ ও আরহার ৫৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্লুমফন্টেইনের ম্যানগং টস জিতে গতকাল প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ ওভারে আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া পেসার মারুফ মৃধা। রায়ান হান্টারকে ৯ রানে শিকার করেন মারুফ। এরপর আয়ারল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও রাফি উজ্জামান রাফি। জীবন ২ ও রাফির ১ উইকেট শিকারে দলীয় ১০০র আগেই চার ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৮২ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে খেলায় ফেরান কাইয়ান হিল্টন ও স্কট ম্যাকবেথ। ২৭ রানে ম্যাকবেথ থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হিল্টন। ৪৯তম ওভারে হিল্টনকে ব্যক্তিগত ৮৯ রানে আউট করেন মারুফ। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা।
বাংলাদেশের মারুফ ৪৪ রানে ও জীবন ৫৪ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান রোহানাত দৌলা বর্ষন, রাফি ও অধিনায়ক রাব্বি।