অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের যুবারা। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফলো পার্কে অনুষ্ঠিত খেলায় পাকিস্তান ১০ উইকেটে জয় পেয়েছে। নিউজিল্যান্ডকে ৩৮ ওভারে ১৪০ রানে আটকে দিয়ে পাকিস্তান ২৫.২ ওভারে জয় তুলে নেয়।
এ জয়ের ফলে পাকিস্তান গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের এটি প্রথম হার। তারা তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
নিউজিল্যান্ড টস জয়ের পর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু পাকিস্তান বোলারদের দাপটে তাদের ব্যাটাররা ক্রিজে থিতু হতে পারেনি। নির্ধারিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ব্যতিক্রম ছিলেন মিডল অর্ডার ব্যাটার লাচলান স্টাকপোল। ৪২ রান করেন তিনি। অন্যরা অনেকটা আসা যাওয়ার পালায় ছিলেন। যার ফলে সাত ব্যাটার দুই অংকের রানে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের সফল বোলার ছিলেন উবাইদ শাহ ও আরাফাত মিনহাস। উভয়ে তিনটি করে উইকেট পান। এছাড়া নাভিদ আহমেদ খান দুই উইকেট শিকার করেন।
ব্যাট হাতে নেমে পাকিস্তানকে জয়ের জন্য দুঃশ্চিন্তা করতে হয়নি। দুই ওপেনার শ্যামল হুসেন ও শাহজাইব খান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শ্যামল ৫৪ রানে এবং শাহজাইব খান ৮০ রানে অপরাজিত ছিলেন। শাহজাইব ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন। শ্যামল তার ইনিংসটি সাজিয়েছিলেন ছয়টি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারিতে।