অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশের কাছে ১৫৫ রানেই অলআউট পাকিস্তান

পাকিস্তানকেও আটকে রাখা গিয়েছে অল্প রানের মধ্যেই। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশাও তাই টিকে রইল প্রথম ইনিংস শেষে। ১৫৫ রানেই পাকিস্তানকে অলআউট করেছে বাংলাদেশের যুবারা।

বেনোনিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। পিচে ঘাস থাকায় অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ছিল না। দিন শেষে মাহফুজুর রাব্বির এই সিদ্ধান্তেরই জয় হলো। যদিও তাতে বড় কৃতিত্ব বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ পারভেজ জীবনের। দুজনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই সবক’টি উইকেট হারায় পাকিস্তান।