চির প্রতিদ্বন্দ্বী আর ইত্তিহাদকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মঙ্গলবার রাতে তারা আল ইত্তিহাদকে ২-০ গোলে হারায়। উভয় লেগ মিলে আল হিলাল ৪-০ গোলে জয় পায়। এ জয়ের ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে দলটি।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এর আগে টানা জয়ের কীর্তি ছিল ওয়েলসের ক্লাব নিউ সেইন্টসের। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল। তারা টপকেছিল আয়াক্সের কীর্তিকে। আয়াক্স ২৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। তাদের রেকর্ড ৪৪ বছর অম্লান থাকলেও নিউ সেইন্টসের কীর্তি মাত্র আট বছরে ম্লান হয়ে গেল।
মঙ্গলবার রাতে জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল উভয় দল। ফলে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। আল হিলালকে ভালোভাবেই রুখে দিয়েছিল ইত্তিহাদ। শেষ পর্যন্ত ৬১ মিনিটে ইয়াসের আল শাহরানি গোল করে দলকে এগিয়ে নেন। আর ইনজুরি সময়ে ম্যালকম গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন।
চারবারের চ্যাম্পয়ন আল হিলালের আগামী ১৬ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষে আল আইন। গত সোমবার টাইব্রেকারে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়ে আল আইন সেমিফাইনাল খেলা নিশ্চিত করে।