বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে  প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ওয়ানডে সিরিজের অস্বস্তি ঝেড়ে ফেলে ভালো করতে চায় টাইগ্রেসরা। দুই দলের শক্তির ব্যবধানে সফরকারী দল এগিয়ে থাকলেও টি-২০ খেলায় একটা সম্ভাবনা থাকছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শরিফা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিসা পেরি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, সোফি মলিনেক্স ও টায়লা ভ্লাইমিঙ্ক।