ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নারী দলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদশ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিক দল। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছে বাংলাদেশের ব্যাটাররা। নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৬ রান করেছে বাংলাদেশ দল।
টস জয়ের পর ব্যাট হাতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল আতঙ্কের। স্কোর বোর্ডে দুই রান যোগ হতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে মুরশিদা খাতুনের সঙ্গে জ্যোতির ৫৭ রানের পার্টনারশিপে শুরুর বিপর্যয় সামলে নেন।
চতুর্থ উইকেটে ফাহিমার সঙ্গে জ্যোতির আরো ৬০ রানের পার্টনারশিপে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। জ্যোতির ৬৪ বলে ৬৩ রানের দারুন ইনিংসটি সাত বাউন্ডারিতে সাজানো ছিলো। মুরশিদার ২০ রান ও ফাহিমার ২৭ রানে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ তে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১২৬ রানের সমৃদ্ধ পুঁজি পায় টাইগ্রেসরা।