নারী ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ আজ

সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ১২টায় মিরপুরের শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজ হারলে এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। প্রথম ম্যাচে  অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ। ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল স্বাগতিক দল।

প্রথম ম্যাচে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৬ রান করেছিল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অসাধারণ ব্যাটিং করেছিলেন। কিন্তু সতীর্থরা তাকে সেভাবে সহযোগতিা দিতে পারেননি। ব্যাট হাতে কিছুটা সাফল্যের দেখা পেলেও বল হাতে বাংলাদেশ চরম নাজুক অবস্থায় পড়েছিল। ফলে অস্ট্রেলিয়ার জয় পেতে কোনো সমস্যা হয়নি। বিনা উইকেটে ১৩ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেছিল সফরকারীরা।