নারী ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত আজ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাক্ষাত আজ। বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সম্পর্কে হাবিবুল বাশার বলেন, বুধবার (৩ এপ্রিল) দুপুর একটায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা সেখানে থাকবেন। প্রথমে শুধু অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল। পরে বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেটারদের সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল ভাই থাকবেন।

হাবিবুল বাশার বলেন, বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার ও চেয়ারম্যান থাকবেন। ক্রিকেটাররা মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে। টি-২০ সিরিজেও একই পরিণতির দিকে। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে রয়েছে।