জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৭ জনের প্রাথমিক দলে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাদের না থাকার বিষয়টি খোলাসা করেছেন। লিপু সব ধোঁয়াশা পরিষ্কার করে জানিয়েছেন, সাকিব ও মোস্তাফিজ অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। তবে এই দুজন হয়তো প্রথম ২-৩ ম্যাচ খেলতে পারবেন না। তাই তাদের দুজনার নাম ১৭ জনের প্রস্তুতি ক্যাম্পে নেই ।
লিপু আরও জানান যে, জাতীয় দলে ফেরার আগে সাকিব দেশে ফিরে তার ক্লাব শেখ জামাল ধানমন্ডির হয়ে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে একাধিক ম্যাচ খেলবেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিব আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন। ২৮ এপ্রিল শেখ জামালের ম্যাচ আছে, সেই ম্যাচ খেলবেন।
এরপর আগামী ১ ও ৪ মে আরও দুটি ম্যাচ আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সব ম্যাচ না খেললেও ধারণা করা হচ্ছে, ২৮ এপ্রিল ও ১ মে‘র ম্যাচ দুটি খেলেই জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দুর্ভাগ্যবশত সাকিব ও মুস্তাফিজ দেশে না থাকার কারণে তাদের আমরা এই ক্যাম্পে রাখতে পারিনি। একইভাবে সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নন। তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। সেখানেও তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারে, তাই তিনি দলের সঙ্গে থাকবেন।’
এদিকে ২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শুরু হবে আর মুস্তাফিজ ফিরবেনই ২ মে। ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু, তাই মোস্তাফিজকে প্রাথমিক দলে রাখা হয়নি।
প্রধান নির্বাচক মনে করেন, মুস্তাফিজের পক্ষে ২ মে দেশে ফিরে ৩ মে প্রথম ম্যাচে অংশ নেয়া কিছুতেই সম্ভব হবে না। তার কথা, ‘আমার ধারণা মুস্তাফিজ প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব (দলে)।’