জিম্বাবুয়ে এসে গেছে, প্রথম তিন ম্যাচের বাংলাদেশ দলে যারা থাকছেন

রোববার সন্ধ্যায় জিম্বাবুয়ে দল ঢাকায় নামে। আর ঠিক খানিকবাদেই এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। তবে পাঁচ ম্যাচের প্রথম তিনটির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। আর প্রায় ১৮ মাস পরে আবার জাতীয় দলে ফিরলেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

এই তিন ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে পরিকল্পনায় রাখেননি নির্বাচকরা। পরের দুই ম্যাচে তাদের খেলানোর একটা প্রাথমিক পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। ১৫ জনের এই তালিকা থেকে স্পিনার মেহেদি হাসান মিরাজের নাম বাদ যাওয়টা ইঙ্গিত দিচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে তার জায়গায় বিকল্পটা নির্বাচকদের পছন্দ হয়েছে। মাহেদি হাসানকেই তার জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন।

রোববার সন্ধ্যায় ঢাকায় নেমে রাতের ফ্লাইটেই চট্টগ্রামে যাওয়ার পূর্ব নির্ধারিত শিডিউল ছিল জিম্বাবুয়ের। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৩ মে, চট্টগ্রামে। 

বাংলাদেশ দল: (প্রথম তিন ম্যাচের জন্য) নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফুদ্দিন।