বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪৩৫) দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ, মাস্টারস ইভেন্টে প্রতিযোগিতার শীর্ষ বাছাই খেলোয়াড় চিনের সুপার গ্র্যান্ড মাস্টার ইউয়ি ইয়ানগির সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শনিবার (৪ মে) বাংলাদেশ সময় ৭-০০ টায় এ প্রতিযোগিতার খেলা শুরু হয়।
প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইউয়ি ইয়ানগির শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। ৩৫ চাল পর্যন্ত আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অনেক ভালো অবস্থানে থাকলেও পরবর্তীতে ড্র-য়ের অবস্থানে গিয়ে ৭০ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার ইউয়ি ইয়ানগির সাথে ড্র করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মার্কিন যুক্তরাস্ট্রের গ্র্যান্ড মাস্টার নিয়োম্যান হানস মোকের সাথে খেলবেন। ২৮ টি দেশের ৪৭ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৪৮ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৩৫ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।