উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ

বিশ্ব ক্লাব ফুটবলের সবচয়ে আকর্ষণীয় ম্যাচটি আজ রাতে মাঠে গড়াতে যাচ্ছে। মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ক্লাব ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। আজ শনিবার (১ জুলাই) রাত একটায়  লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিশ্বের অগণিত ফুটবলপ্রেমী প্রতিবছর এই বিশেষ ম্যাচটি দেখার অপেক্ষায় থাকেন। অগণিত ফুটবলপ্রেমী যেমন অপেক্ষায় রয়েছেন তেমনি অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা। তাদের অপেক্ষা কাঙ্খিত ট্রফিটি উঁচিয়ে ধরার। কিন্তু ট্রফি একটি, দাবিদার দুই দল। ট্রফি ভাগাভাগির সুযোগ নেই, ফলে এক দলকে হতাশ হতেই হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় যেন রিয়াল মাদ্রিদের এক নেশার নাম।ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার অবিসংবাদিত রাজা তারা। স্প্যানিশ ক্লাবটি ১৪বার এই ট্রফিটি জয় করেছে। শিরোপা সংখ্যায় তাদের আশপাশে কেউ নেই। ১৫তম বারের মতো ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় তারা। বিপরীতে ডর্টমুন্ড এখন পর্যন্ত একবারই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে; তাও অনেক অনেক আগে। দুই যুগেরও বেশি সময় আগে ১৯৯৭ সালে। এরপর জার্মান ক্লাবটি একবার ট্রফি-ছোঁয়া দূরত্বে পৌঁছেছিল, কিন্তু কাঙ্খিত লক্ষ্যে যাওয়া হয়নি। ২০১৩ সালে হয়েছিল রানার্সআপ।

এবারের মৌসুমেও বরুসিয়া ডর্টমুন্ডের ফাইনালে ওঠা সবচেয়ে বড় চমক হয়ে এসেছে। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ কোয়ার্টার ফাইনালের ড্রয়ের আগে ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখিয়েছিল মাত্র ৫.৭৪%। সেই দলই সবাইকে চমকে দিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছে গেছে। ম্যাটস হুমেলস-মার্কো রয়েস-নিকলাস ফুলক্রুগরা আর একবার জ্বলে উঠতে পারলেই ২৭ বছর পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পেয়ে যাবে ডর্টমুন্ড।

জার্মান ক্লাবটির ফাইনালে ওঠা সত্যিই চমক। একটা ছোট্ট তথ্যে বোঝা যাবে কতটা চমক দেখিয়েছে তারা। ঘরোয়া লিগে খুব নাজুক অবস্থা তাদের। পঞ্চম হয়ে মৌসুমে শেষ করেছে। সেই দলটা কিনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। গ্রুপ পর্বে তারা চ্যাম্পিয়ন হলেও তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। একটাতে হেরেছিল, দুটোতে ড্র। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদকে। বিপরীতে দাপটের সঙ্গে গ্রুপ পর্ব পার হয়েছিল রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচের ছয়টিতে জয়। তবে বরুশিয়া ডর্টমুন্ডের মতো রিয়াল মাদ্রিদকেও কোয়ার্টার ফাইনালে ভাগ্যের পরীক্ষায় নামতে হয়েছিল। ম্যানসিটির বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছিল। তারপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে তারা ফাইনালে এসেছে। ফলে বরুশিয়া ডর্টমুন্ডের সামনে এখন একটা প্রতিশোধের মিশনও রয়েছে। বায়ার্ন মিউনিখ জয় পেলে অল জার্মান ফাইনাল হতো। কিন্তু তা হয়নি। ফলে রিয়ালকে হারিয়ে সেই প্রতিশোধও নিতে চাইবে বরুশিয়া ডর্টমুন্ড।

চ্যাম্পিয়নস লিগের সূচনা হয়েছিল ১৯৫৫ সালে। তখন থেকে প্রতিবছরই হয়েছে মহাদেশীয় এই প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার এবারের ফাইনালটি আসরের ইতিহাসে ৬৯তম।