ইউরো চ্যাম্পিয়নশিপ

সুইজারল্যান্ডের কাছে হেরে ইতালির বিদায়

সুইজারল্যান্ডের কাছে হেরে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে। শনিবার (২৯) রাতে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। রেমো ফ্রেউলার ও রুবেন ভার্গাস গোল দুটো করেন। উভয়ার্ধে একটা করে গোল পায় তারা।

ম্যাচে সুইজারল্যান্ডের রক্ষণভাগ দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তবে তাদের আক্রমণভাগের কাজটা সহজ করে দিয়েছিল ইতালির রক্ষণভাগ। বাজে পাস, বাজে সিদ্ধান্ত এবং মাঝ মাঠে হেলায়ফেলায় বল হারিয়ে তারা নিজেরাই নিজেদের বিদায়ের পথটা তৈরি করে দেয়।

৩৭ ও ৪৬ মিনিটে গোল দুটো পায় সুইজারল্যান্ড। তবে বার্লিনে অনুষ্ঠিত এ ম্যাচ ২৪ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। ব্রিল এমবোলোর নেওয়া চমৎকার বাঁকানো শট ইতালির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা দক্ষতার সঙ্গে রুখে দেন। ১৩ মিনিট পর চমৎকার এক আক্রমণের ফসল ঠিকই ঘরে তুলে নেয় সুইসরা। ভার্গাসের পাস থেকে দক্ষতার সঙ্গে গোল করেন ফ্রেউলার।

বিরতির সময় ইতালি কোচ লুসিয়ানো স্প্যালেত্তি ম্যাচে ফেরার জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই নিজেদের কথাকে গিলে ফেলতে হয়। কেননা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দ্বিতীয় গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়নরা। ভার্গাস বাঁকানো শটে যে গোলট করেন তা শুধু গ্যালারিতে বসা দর্শকদের জন্য নয়ন জুড়ানো ছিল তা নয়, ইতালিয়ান খেলোয়াড়দেরও দর্শকে রূপান্তরিত করে ছেড়েছিল। এ গোলটাই ইতালিদের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেয়।

ইতালিয়ানরা ৫১ মিনিটে ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে সময় যত গড়িয়েছে সুইজারল্যান্ডের রক্ষণভাগের সামনে পড়ে ততটাই নিস্ক্রিয় হয়েছে ইতালি। এ সময় তারা এমন কোনো শট নিতে পারেনি যা সুইজারল্যান্ডের জন্য আতঙ্ক তৈরি করতে পারে।

ম্যাচ শেষে ইতালি কোচ স্প্যালেত্তি বলেন, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আমাদের সব সম্ভাবনা শেষ করে দেয়। এ গোলটা যেন আমাদের পা কেটে নিয়েছিল।