উয়েফা চ্যাম্পিয়নস লিগ

প্রযুক্তির ছোঁয়াতে ড্র, বার্সার প্রতিপক্ষ বায়ার্ন ও রিয়ালের লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে এখন নতুন নিয়ম। দলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ম্যাচের সংখ্যা। নতুন নিয়মে বড় পরিবর্তন হচ্ছে এখন থেকে আর গ্রুপ পর্ব থাকছে না। লিগের শুরুতেই ৯টি দলকে লিগ ভিত্তিতে খেলা হবে। কিন্তু কোন দল কার বিপক্ষে খেলবে তা নির্ধারণে নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা।

বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লিগের ড্র। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জিয়ানলুইজি বুফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ড্র-র আনুষ্ঠানিকতা শেষ করেন রোনালদো। কম্পিউটারে একটা মাত্র ক্লিক, আর তাতেই ঠিক হয়ে গেল এবারের চ্যাম্পিয়নস লিগের ফিক্সচার।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে লিভারপুলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ আছে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ পিএসজি। রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

একনজরে দেখে নেওয়া যাক বড় দলগুলা কে কার বিরুদ্ধে খেলবে...

রিয়াল মাদ্রিদ: বুরশিয়া ডর্টমুন্ড (হোম), লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), আটালান্টা (অ্যাওয়ে), সালজবার্গ (হোম), লিলে (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম) এবং ব্রেস্ট (অ্যাওয়ে)।

বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আটালান্টা (হোম), বেনফিকা (অ্যাওয়ে), ইয়ং বয়েজ (হোম), সেভেরনা ভেজদার (অ্যাওয়ে), ব্রেস্ট (হোম) এবং মোনাকো (অ্যাওয়ে)।

অ্যাটলেটিকো মাদ্রিদ: লাইপজিগ (হোম), পিএসজি (অ্যাওয়ে), লেভারকুসেন (হোম), বেনফিকা (অ্যাওয়ে), লিলে (হোম), সালজবার্গ (অ্যাওয়ে), স্রোভান ব্রাতিস্লাভা (হোম), স্পার্টা প্রাগ (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি: ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগে (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), ফেয়েনুর্দ (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), স্পার্তা প্রাগ (হোম) এবং স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

আর্সেনাল: পিএসজি (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), শাখতার দোনেৎস্ক (হোম), আটালান্টা (অ্যাওয়ে), ডাইনামো জাগরেব (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), মোনাকো (হোম), জিরোনা (অ্যাওয়ে)।

লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), লেভারকুসেন (হোম), এসি মিলান (অ্যাওয়ে), লিলে (হোম), পিএসভি (অ্যাওয়ে), বোলোনা (হোম) এবং জিরোনা (অ্যাওয়ে)।

অ্যাস্টন ভিলা: বায়ার্ন মিউনিখ (হোম), আরবি লাইপজিগ (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), ক্লাব ব্রাগস (অ্যাওয়ে), সেল্টিক (হোম), ইয়ং বয়েজ (অ্যাওয়ে), বোলোনা (হোম), মোনাকো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ: পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বেনফিকা (হোম), শাখতার দোনে’স্ক (অ্যাওয়ে), ডাইনামো জাগরেব (হোম), ফেয়েনুর্দ (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (হোম) এবং অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে) বিরুদ্ধে।

পিএসজি: ম্যানচেস্টার সিটি (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), অ্যাথলেটিকো মাদ্রিদ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), সালজবার্গ (অ্যাওয়ে), জিরোনা (হোম) এবং স্টুটগার্ট (অ্যাওয়ে)।