সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে নেই মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে শুরু থেকেই রয়েছেন। দলটির নেতৃত্ব আগে তিনিই দিয়েছেন। দলটি এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর দু’দিন আগেও তার খেলার বিষয় এখনও নিশ্চিত হয়নি দলটি। বিষয়টি নিয়ে দলটির প্রধান কোচ মাশরাফির ফিটনেসের কথা বললেও তা থেকে গেছে অস্পষ্ট।

সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে বিপিএল, মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার (২৮ ডিসেম্বর) তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সব ক্রিকেটার থাকলেও এই অনুশীলনে ছিলেন না মাশরাফি।

কোচ ইমন বলেন,   'আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই অ্যাভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দু’জন ছিল, দু’জন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।'

সবাই থাকলেও মাশরাফি কেন নেই এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনলেন ইমন। তিনি বলেন,  'মাশরাফি আমাদের স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (মাশরাফির খেলা)- ও কী ফিল করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।'

ইমন বলেন, 'মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার মতন এখনো অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দু’দিন আগেও কাকে নেতৃত্বের ভার দিবে তারা তা ঠিক করতে পারেনি। অধিনায়ক আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই ঘোষণা করবো।'

জানা গেছে, রাজনৈতিক কারণেই সাকিব আল হাসানের মতন মাশরাফির বিপিএল খেলাও পড়েছে অনিশ্চয়তায়। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। দল ক্ষমতা হারানোর পর তাদেরকে একাধিক মামলায় আসামি করা হয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না মাশরাফি। অনুশীলনের বাইরে থাকায় ফিটনেস ঠিক থাকা স্বাভাবিকভাবেই কঠিন।