রোনালদো–বেকহামের জার্সি তৈরি বন্ধ করলো ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহামএরিক ক্যান্টোনার নাম প্রিন্ট করে জার্সি তৈরি করা বন্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডসম্প্রতি ক্লাবটির অফিশিয়াল মেগা স্টোরে এই তিন ক্লাব কিংবদন্তির জার্সি কিনতে গিয়ে এমন সিদ্ধান্তের কথা জানতে পারেন কিছু ভক্ত।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ক্লাবের তিন সাবেক খেলোয়াড়ের জার্সি তৈরি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোনালদো, বেকহাম ও ক্যান্টোনা ইউনাইটেডের সর্বকালের সেরা খেলোয়াড়দের অন্যতম। এখনো ইউনাইটেডের ভক্তদের কাছে তারা তুমুল জনপ্রিয়। প্রতি মৌসুমে নতুন জার্সি এলে এই কিংবদন্তিদের নাম ও নম্বর লেখা জার্সি সংগ্রহ করেন ভক্তরা।

এবারও ইউনাইটেডের ২০২৫-২৬ মৌসুমের হোম ও অ্যাওয়ে জার্সি বাজারে আসার পর ভক্তদের মধ্যে নতুন জার্সি সংগ্রহের উন্মাদনা শুরু হয়। সাইমন লয়েড ছিলেন এমনই এক ভক্ত, যিনি মেগা স্টোরে নতুন জার্সি কিনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন।

মেগা স্টোরে গিয়ে একটি বিজ্ঞপ্তি লক্ষ করেন লয়েড। ওয়াল মনিটরে প্রদর্শিত সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘লাইসেন্সসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে আমরা ক্যান্টোনা, বেকহাম ও রোনালদোর নাম প্রিন্ট করতে পারছি না।’ এ বিজ্ঞপ্তির ছবি তুলে পরে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করেছেন লয়েড। এরপর আরও অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেছেন।

আলোচনাসমালোচনা শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’কে ইউনাইটেড জানিয়েছে, ক্যান্টোনা, বেকহ্যাম ও রোনালদোর ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের বাণিজ্যিক অধিকার) এই তিন খেলোয়াড়ের নিজেদের মালিকানায় রয়েছে। ফলে ক্লাবের মেগা স্টোরে তাদের নাম জার্সিতে প্রিন্ট করা ক্লাবের পক্ষে সম্ভব নয়।

ক্যান্টোনা ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেন ইউনাইটেডে। তার সময় থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিইউনাইটেডের হয়ে চারবার প্রিমিয়ার লিগ জেতেন ফ্রান্সের সাবেক এই ফরোয়ার্ডবেকহাম ইউনাইটেডের বয়সভিত্তিক দল থেকে উঠে এসে ১৯৯২ সালে মূল দলে সুযোগ পান

২০০৩ পর্যন্ত ইউনাইটেডে থাকার পথে ছয়বার প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জেতেন। রোনালদো প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ইউনাইটেডে থেকে তিনবার প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি জেতেন চ্যাম্পিয়নস লিগ। পরে ২০২১ সালে ইউনাইটেডে ফিরে ২০২২ পর্যন্ত ক্লাবটিতে ছিলেন রোনালদো।