এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে ফিরতে প্রস্তুত মেসি

চলতি মাসের শুরুতে লিগস কাপের ম্যাচে নেক্সাসের বিপক্ষে একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকতে হয় তাকে। অবশেষে এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি।

ডান পায়ের চোটের কারণে গত দুই সপ্তাহে দুটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসি। তাকে ছাড়া মেক্সিকোর দল ‍পুমাস ইউএনএএম-এর বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ আটে ওঠে ইন্টার মায়ামি। অন্যদিকে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ হারে মায়ামি।

গত বুধবার (১৩ আগস্ট) অনুশীলনে ফেরেন ইন্টার মায়ামির অধিনায়ক। বাংলাদেশ সময় রোববার (১৭ আগস্ট) ভোরে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, এই ম্যাচে মেসি দলে থাকবেন।