২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের ড্র মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরেও মোট ৩৬টি দল অংশ নিচ্ছে, যাদের ভাগ্য নির্ধারিত হয়েছে ৪টি ভিন্ন পট থেকে। এই ড্রয়ে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ড্র অনুষ্ঠিত হয়।
হেভিওয়েটদের কঠিন লড়াই
বায়ার্ন মিউনিখ:
জার্মান জায়ান্ট বায়ার্ন তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসি, পিএসজি, ক্লাব ব্রুগ, আর্সেনাল, স্পোর্টিং সিপি, পিএসভি, ইউনিয়ন সেন্ট এবং পাফোসকে।
রিয়াল মাদ্রিদ:
১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাদের ৮টি প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাটি। রিয়াল ঘরের মাঠে সিটির বিপক্ষে খেললেও লিভারপুলের বিপক্ষে খেলতে হবে অ্যানফিল্ডে।
বার্সেলোনা:
হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা এই মৌসুমের লিগ পর্বে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি'র। কাতালান ক্লাবের অন্যান্য প্রতিপক্ষ হলো চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহ্যাগেন ও নিউক্যাসল।
পিএসজি:
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিও শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে। বার্সেলোনার সঙ্গে তাদের লড়াই হবে বায়ার্ন মিউনিখ, আটালান্টা, লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং, নিউক্যাসল এবং বিলবাও-এর বিপক্ষে।
ড্রতে আরও বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ নিশ্চিত হয়েছে-
চেলসি: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আটালান্টা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাগ।
ম্যানচেস্টার সিটি: ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোদো/গ্লিমট, গ্যালাতসারে ও মোনাকো।
লিভারপুল: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাতলেটিকো, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্শেই, কারাবাগ ও গ্যালাতসারে।
ইন্টার মিলান: লিভারপুল, ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাহা, আয়াক্স, কাইরাত আলমাটি ও ইউনিয়ন সেন্ট।
চ্যাম্পিয়নস লিগে এবার শুরু থেকেই রিয়াল-লিভারপুল, বার্সা-পিএসজি এবং বায়ার্ন-চেলসির মতো হেভিওয়েট ম্যাচগুলো বাড়তি রোমাঞ্চ নিয়ে আসছে ফুটবলপ্রেমীদের জন্য।