বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। তবে গত অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।  

কিন্তু আজ হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তামিম ভোট দিয়েছেন। যা অস্বীকার করেছেন তিনি। নিজের ভেরিফায়েরড ফেসবুক পেইজ থেকে তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেননি, ভোটও দেননি

তামিম লিখেছেন, 'অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি। '

একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (১ অক্টোবর) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তামিম।  

এদিকে, বহু নাটকীয়তার পর আজ অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। নির্ধারিত সূচি অনুসারে সন্ধ্যায় ৬টায় ফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বয়কটের পরও স্বতঃস্ফূর্ত পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৪৩ এবং সি ক্যাটাগরি থেকে ৪৪ জন ভোট দিয়েছেন।

এদিন ভোট দিতে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ, নতুন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। এ ছাড়াও দুপুরের পরে ভোট দিতে এসেছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়ন গ্রহণ করা ফারুক আহমেদ। 

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। 

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।

অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন।