বান্ধবী নিকোলের সঙ্গে ইয়ামালের ঘনিষ্ট ছবি ভাইরাল 

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও সময়টা একদমই নির্জীব কাটাচ্ছেন না তরুণ বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। বান্ধবী নিকি নিকোলের সঙ্গে জমজমাট প্রেম চলছে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকার।

বাইরে এ নিয়ে নানা সমালোচনা থাকলেও ইয়ামাল এই সেনসেশন পাত্তাই দিচ্ছেন না। তারা আছেন নিজেদের মতোই। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে ঘনিষ্ট ছবিও পোস্ট করেছেন ইয়ামাল।  সেই ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তারকাদের সাথে ভক্তদের সংযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন প্রধান মাধ্যম। বার্সা তারকার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, সেগুলোর মাঝে আছে নিকি নিকোলের সঙ্গে ছবিও। দুটি ছবি কোলাজ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে নিকোলকে চুমু খাচ্ছেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার আকাশে হেলিকপ্টারে চড়েই যেন নতুন অধ্যায় শুরু করেছেন এই জুটি।

গত ১১ সেপ্টেম্বর দুজনের প্রেমের বিষয়টি প্রকাশ হয়। এরপর থেকে নিকি নিকোল ও লামিন ইয়ামাল বিনোদন ও ক্রীড়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২৫ বছর বয়সী নিকোল বর্তমানে ল্যাটিন আরবান মিউজিক দুনিয়ার অন্যতম আলোচিত শিল্পী। সম্প্রতি নিজ শহর রোসারিওতে পৌনে তিন লাখ দর্শকের সামনে গান গেয়ে মাতিয়েছেন তিনি।

অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে সাড়া ফেলেছেন ইয়ামাল। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন ইয়ামাল।

ইনজুরি থেকে সেরে ওঠার সময়টায় জাতীয় দলের ডাকও পাননি তিনি। তাই ফাঁকা সময়টায় বিশ্রাম ও মানসিক প্রশান্তি পেতেই বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। আর সেই ঘুরে বেড়ানোই হয়ে উঠেছে এখন আলোচনার বিষয়। বার্সা সমর্থকেরা এখন ইয়ামালের অপেক্ষায়। প্রেমের আকাশযাত্রার পর কবে মাঠে ফিরবেন তাদের এই তরুণ সেনসেশন?