ক্রীড়াপ্রেমীদের জন্য রোববার (১৯ অক্টোবর) সুপার সানডেতে থাকবে খেলার নন স্টপ রোমাঞ্চ। ক্রিকেট থেকে ফুটবল-একাধিক বড় ম্যাচ রয়েছে আজ টেলিভিশন পর্দায় সরাসরি সম্প্রচারিত হওয়ার অপেক্ষায়। সকাল শুরু হবে ক্রিকেট দিয়ে, আর দিন শেষ হবে লা লিগার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে।
ক্রিকেটপ্রেমীদের জন্য দিনের শুরুটা হবে অস্ট্রেলিয়া বনাম ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২ চ্যানেল। এই লড়াইয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা ভারতীয় একাদশে থাকেন কীনা সেই প্রশ্নটাও থাকছে। যদিও ম্যাচে বৃষ্টির সম্ভাবনার কথাও বলছেন আবহাওয়াবিদরা।
বিকেলে আছে নারী ওয়ানডে বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচ-ভারত বনাম ইংল্যান্ড। দুই ঐতিহ্যবাহী নারী দলের এই লড়াই সরাসরি দেখা যাবে টি স্পোর্টস টিভি ও স্টার স্পোর্টস-১ চ্যানেলে, বিকেল ৩টা ৩০ মিনিটে।
ফুটবলভক্তদের জন্য সন্ধ্যা ও রাত ভর জমে উঠবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের উত্তাপ। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে টটেনহাম ও অ্যাস্টন ভিলা, আর রাত ৯টা ৩০ মিনিটে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১।
দিন শেষে মধ্যরাতে আছে লা লিগার আলোচিত ম্যাচ-গেতাফে বনাম রিয়াল মাদ্রিদ। চলুন দেখে নেই আজ টেলিভিশন ও অনলাইনে কী থাকছে খেলার আয়োজন-
ক্রিকেট
নারী ওয়ানডে বিশ্বকাপ
ভারত-ইংল্যান্ড
সরাসরি, বিকাল ৩-৩০ মিনিট
টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস-১
অস্ট্রেলিয়া-ভারত
প্রথম ওয়ানডে
সরাসরি, সকাল ৯-৩০ মিনিট
স্টার স্পোর্টস-২
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-অ্যাস্টন ভিলা
সরাসরি, সন্ধ্যা ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ৯-৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
লা লিগা
গেতাফে-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১টা
বিগিন অ্যাপ