কাভা কাপ ভলিবলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের আয়োজনে চলমান কাভা কাপ ফর মেন ২০২৫ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ ৩-২ সেটে পরাজিত করেছে নেপালকে।

পাঁচ গেমের স্কোরলাইন ছিল- ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচের সেরা নির্বাচিত হন বাংলাদেশের আল আমিন।

এর আগে দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে পরাজিত করে শ্রীলংকাকে (২৫-২২, ২৫-১৬, ২০-২৫, ২৫-২০)। ম্যাচ সেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে সহজেই হারায় মালদ্বীপকে (২৫-১৭, ২৫-২০, ২৫-১২)। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।

এর আগে উদ্বোধনী দিনে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে জয়ে সূচনা করেছিল বাংলাদেশ। উদ্বোধনী দিনের অন্য ম্যাচগুলোতে তুর্কমেনিস্তান ৩-০ সেটে হারায় নেপালকে এবং শ্রীলংকা ৩-২ সেটে পরাজিত করে আফগানিস্তানকে।

ছয়টি দেশ- বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।